spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রমজানে কমলো প্রাথমিকের সময়সূচি

রমজান মাস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি কমিয়ে আনা হয়েছে। মহানগর, ডবল শিফট ও সিঙ্গেল শিফট বিদ্যালয়গুলোতে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় নতুন এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

এবার রোজায় আগামী ৬ এপ্রিল পর্যন্ত ৯ কার্যদিবস চলবে প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে মাধ্যমিকের স্কুল-কলেজে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মাদ্রাসা ছুটি শুরু হয়েছে গত বুধবার (২২ মার্চ) থেকে।

করোনায় প্রাথমিকের শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এবার রোজায় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুসারে ইতেমধ্যে শিক্ষাপঞ্জিও প্রকাশ করা হয়েছে।

তবে রমজানের প্রথম দিন থেকেই ছুটির দাবি জানিয়ে আসছিলেন প্রাথমিকের শিক্ষকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকার পাশাপাশি মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত আবেদনও জানায় প্রাথমিক শিক্ষকদের একাধিক সংগঠনের নেতারা। শিক্ষকদের ওই দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে বুধবার সংসদীয় কমিটির সভা ডেকে ছুটি বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। তবে সভায় সেই প্রস্তাব নাকচ করে দেয়া হয়। ছুটি কমিয়ে দিলে শিখন ঘাটতি কাটানো কঠিন হয়ে পড়বে বলে মত দেয় কমিটির সদস্যরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss