spot_img
BETA Version ...
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জাবি’র অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২২ সালের স্নাতক প্রথমবর্ষ পরীক্ষার সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা এ সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শনা ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে পরীক্ষার সময়সূচি জেনে নিতে হবে।

প্রথমদিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১টার সময় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।

পরীক্ষার সূচি দেখতে: লিংকে ক্লিক করুন

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss