spot_img

৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম তানজিম মুনতাকা

সদ্য ঘোষিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন তানজিম মুনতাকা সর্বা। তিনি সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৫ পেয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।

ঘোষিত ফলাফলে বলা হয়েছে, এবারের উত্তীর্ণ ৪৯ হাজার ৯শ’ ২৩ জন শিক্ষার্থীর মধ্যে পুরুষ ২০ হাজার ৪শ’ ৫৭ জন। উত্তীর্ণ নারী শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৪শ’ ৬৬ জন।

সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩শ’ ৮০টি আসনের নির্বাচিতদের মধ্যে ২০২৩ সালে এইচএসসি পাস প্রার্থীর সংখ্যা ৪ হাজার ৩শ’ ৪৭ জন। ২০২২ সালে এইচএসসি পাস প্রার্থীর সংখ্যা ১ হাজার ৩ জন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটে ভর্তিরত শিক্ষার্থীদের মধ্যে আছেন ৩০ জন।

মোট ৫ হাজার ৩শ’ ৮০টি আসনের মধ্যে পুরুষ ২ হাজার ৩শ’ ১২ জন। যা মোট সংখ্যার ৪৩ শতাংশ। নারী প্রার্থীর সংখ্যা ৩ হাজার ৬৮ জন। যা মোট সংখ্যার ৫৭ শতাংশ।

ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা। তিনি পেয়েছেন ৯২ দশমিক ৫ নম্বর।

মেধা কোটায় ৫ হাজার ৭২টি আসনের মধ্যে পুরুষ প্রার্থী ২ হাজার ১শ’ ৯৪ জন (৪৩.২৬ শতাংশ)। মেধা কোটায় নারী প্রার্থীর সংখ্যা ২ হাজার ৮শ’ ৭৮ জন (৫৬.৭৪ শতাংশ)।

এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সারাদেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী। এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss