spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সরাইপাড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় ছেলে হত্যায় আরেক ছেলের ফাঁসি চেয়েছেন মা জিন্নাত আরা বেগম। তিনি বলেন, ‘আমার ছেলের ফাঁসি চাই। ও প্ল্যান করে খুন করেছে। আমার বউ মা বোবা, কথা বলতে পারে না। তার মাসুম দুই সন্তানের কী হবে?’

বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে নিহতের মা জিন্নাত আরা বেগম সংবাদিকদের বলেন, দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। পারিবারিক জায়গা নিয়েও বিরোধ ছিল। আমার ছেলের খুনের জন্য আমার আরেক ছেলে কামরুল ইসলাম দায়ী। আমি তার ফাঁসি চাই।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার বড় নাতি ইমন দেখছিল, নিজাম ভাইয়ের পা ধরে বলছিল মাফ করে দাও। কিন্তু সে মাফ করেনি। খুন করে ফেলেছে।

নিহত নিজামের স্ত্রী নাসরিন আকতার সুমি বাক প্রতিবন্ধী। তিনি নিজের ভাষায় বলার চেষ্টা করছিলেন সব ঘটনা। বুঝিয়ে দিচ্ছিলেন তার মা ও শাশুড়ি।

স্থানীয়রা জানান, নিহত নিজাম উদ্দীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমদের অনুসারি এবং তার বড়ভাই কামরুল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল আমিনের অনুসারি। তারা দুইজনই নির্বাচনী এজেন্ট।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss