spot_img

১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইসি নিয়োগে সাংবাদিক-সার্চ কমিটি বৈঠক আজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটি আজ (১৫ ফেব্রুয়ারি) বৈঠকে বসছে ৮ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এই বৈঠকে অংশগ্রহণ করতে ৮ জন জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের স্বাক্ষরিত চিঠিও পাঠানো হয়েছে।

আমন্ত্রিত ৮ সাংবাদিকরা হচ্ছেন- চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নিউএজের সম্পাদক নুরুল কবীর, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান এবং সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ।

এর আগে নতুন ইসি গঠন নিয়ে গত শনিবার সকাল ও দুপুর এবং রোববার বিকেলে বিশিষ্টজনদের সাথে বৈঠকে বসেছিলো সার্চ কমিটি। তাদের ভেতর ছিলো গণমাধ্যমের শীর্ষ ব্যাক্তিত্ব, সাবেক সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাবেক সামরিক কর্মকর্তাসহ উল্লেখ্যযোগ্য বিশিষ্ট ব্যক্তিরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss