spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২৯ জন

চট্টগ্রাম-১০ আসনের (হালিশহর, পাহাড়তলী ও খুলশী) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। সোমবার (২৬ জুন) আরও ৬ জন মনোনয়নপত্র নিয়েছেন।

গতকাল শেষ দিনে যাঁরা মনোনয়নপত্র নিয়েছেন তারা হলেন-সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. আফছারুল আমীনের ভাই ডা. আরিফুল আমীন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ডা. শেখ সফিউল আজম, লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ, নগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী এবং সিটি কর্পোরেশনের সাবেক সংরক্ষিত কাউন্সিলর রেহেনা বেগম রানু।

গত ৮জুন চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।

আগামী ৩০ জুলাই ভোট গ্রহণ করা হবে। ভোট হবে ইভিএমে। এ ছাড়া ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

প্রসঙ্গত, গত ২ জুন টানা তিন বার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ আসনটি শূন্য হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss