spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ভোটযুদ্ধে সংগীতশিল্পী ডলি সায়ন্তিনী

সংগীতশিল্পী ডলি সায়ন্তনী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। যোগদানের পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে নতুন রাজনৈতিক দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন তিনি।

সোমবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে মনোনয়ন ফরম নেন তিনি। রাতে বিএনএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।ডলি সায়ন্তনী ছাড়াও বিএনএমে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আরও অনেকে।

বিএনএম মহাসচিব ও দলীয় মুখপাত্র ড. মো. শাহজাহান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনএমে যোগদান করেন তারা। বিএনএমে যোগ দেওয়ার পর অনুভূতি প্রকাশ করে ডলি সায়ন্তনী বলেন, ‌‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss