আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৩০ জন।
রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে ৫০টি আপিল নিষ্পত্তি করেছে ইসি। আপিল শুনে সিদ্ধান্ত দেওয়া হবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।
নির্বাচন কমিশন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার আপিল শুনানিতে আছেন।
ইসিতে সব মিলিয়ে ৬৬১আপিল জমা পড়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬১১টি ও মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে ছিল ৩০টি আপিল। ৩০টি আপিল এখনও ইসির শুনানির জন্য রাখা হয়নি।
তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর তার তিন সপ্তাহ পর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।
চস/স