তৃতীয় দিনের দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনে ৯৮ জনের মধ্যে ৬১ প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। নামঞ্জুর করা হয়েছে ৩৫ জনের এবং পেন্ডিং রাখা হয়েছে দুইজনের প্রার্থিতা। এ নিয়ে তিনদিনে ১৬৮ জনের আবেদন মঞ্জুর করেছে ইসি। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানিতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন। ক্রমিক নম্বর অনুসারে আজ ২০১ থেকে ৩০০ পর্যন্ত আপিল শুনানি হয়।
প্রার্থিতা ফিরে পেলেন যারা
মাওলানা মো. নাসির উদ্দিন, ইসলামী ঐক্যজোট, (কুমিল্লা-১),; মো. বশির উদ্দিন, স্বতন্ত্র, ঢাকা-১৮, মঞ্জুর; হুমায়ুন সুলতান, স্বতন্ত্র, যশোর-৫, মঞ্জুর; মোছা. আশা মনি, স্বতন্ত্র, ঠাকুরগাঁও-৩, মঞ্জুর; মো. মিজানুর রহমান, স্বতন্ত্র, সুনামগঞ্জ-২, মঞ্জুর; মো. সিরাজুল ইসলাম, স্বতন্ত্র, রংপুর-৬, মঞ্জুর; আব্দুর রহমান, গণফোরাম, কুমিল্লা-১১, মঞ্জুর; মো. মাসুম ইকবাল, স্বতন্ত্র, কুড়িগ্রাম-৪, মঞ্জুর; কাজী সরওয়ার আলম, কল্যাণ পার্টি, নোয়াখালী-২, মঞ্জুর; মো. মনিরুজ্জামান, স্বতন্ত্র, ঝালকাঠি-১, মঞ্জুর; সাহাবুদ্দিন আহমেদ, স্বতন্ত্র, মানিকগঞ্জ-২, মঞ্জুর; এম. এ মতিন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, চট্টগ্রাম-১২, মঞ্জুর; মো. আব্দুর রউফ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মৌলভীবাজার-৩, মঞ্জুর; রবিউল হোসাইন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, নোয়াখালী-২, মঞ্জুর; এহতেশামুল হক, স্বতন্ত্র, সিলেট-৩, মঞ্জুর; আবদুছ সালাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা-২, মঞ্জুর; জেড আই রাসেল, স্বতন্ত্র, ঢাকা-১৪, মঞ্জুর; মো. জহির, বাংলাদেশ কংগ্রেস, সিলেট-২, মঞ্জুর; আবুল হোসেন, তৃণমূল বিএনপি, সিলেট-৪, মঞ্জুর; মইনুল ইসলাম, ইসলামী ঐক্যজোট, সিলেট-৩, মঞ্জুর; জয়নাল আবদীন, জাসদ, নোয়াখালী-৩, মঞ্জুর; এম অহিদুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টি, কুমিল্লা-১০, মঞ্জুর; হালিমা খাতুন, স্বতন্ত্র, লালমনিরহাট-২, মঞ্জুর; ফাতেমা জামান সাথী, স্বতন্ত্র, খুলনা-৩, মঞ্জুর; মো. ইমরান কবির চৌধুরী, স্বতন্ত্র, নীলফামারী-১, মঞ্জুর; আব্দুল্লাহ নাহিদ নিগার, স্বতন্ত্র, গাইবান্ধা-১, মঞ্জুর; গোলাম রাব্বানী খান, স্বতন্ত্র, ফরিদপুর-৩, মঞ্জুর; মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয় পার্টি, ঢাকা-১৯, মঞ্জুর; হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ঢাকা-৭, মঞ্জুর; বিটু মিয়া, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), নরসিংদী-৫, মঞ্জুর; মো. মাহফুজুর রহমান, গণফোরাম, নরসিংদী-৩, মঞ্জুর; শাহরিয়ার ইকবাল, জাতীয় পার্টি, ফেনী-১, মঞ্জুর; মো.ওবায়দুল, স্বতন্ত্র, রাজশাহী-৫, মঞ্জুর; মুসফিকুর রহমান, জাতীয় পার্টি, নোয়াখালী-৬, মঞ্জুর এবং মোহাম্মদ মফিজুর রহমান, তৃণমূল বিএনপি, ঢাকা-১৮, মঞ্জুর।
আপিল আবেদন নামঞ্জুর হলো যে ২১ জনের
মো. মিজানুর রহমান, জাতীয় পার্টি, বরিশাল-২, নামঞ্জুর; মো. মেজবাউল আলম, স্বতন্ত্র, বগুড়া-৭, নামঞ্জুর; এস. এম. এ. জলিল, বাংলাদেশ কংগ্রেস, খুলনা-৫, নামঞ্জুর; মো. মনির হোসেন মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), চাঁদপুর-৫, নামঞ্জুর; মো. ইসহাক, স্বতন্ত্র, কক্সবাজার-৪, নামঞ্জুর; এম. তমিজ উদ্দিন ভূঁইয়া, স্বতন্ত্র, কুমিল্লা-১১, নামঞ্জুর; এস. এম আবু মোস্তফা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), টাঙ্গাইল-৪, নামঞ্জুর; মো. আমজাদ হোসেন, স্বতন্ত্র, বগুড়া-৭, নামঞ্জুর; মো. শাহ আলম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), কুমিল্লা-৫, নামঞ্জুর; হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস, খাগড়াছড়ি পার্বত্য জেলা, নামঞ্জুর; মো. মনজুর আলম, স্বতন্ত্র, চট্টগ্রাম-১০, নামঞ্জুর; এস এম রহিমুল্লাহ, জাসদ, নোয়াখালী-৪, নামঞ্জুর; মোহাম্মদ সাজেদুর রহমান, স্বতন্ত্র, গাইবান্ধা-২, নামঞ্জুর; এস এম রাজু, স্বতন্ত্র, খুলনা-৬, নামঞ্জুর, মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র, গাইবান্ধা-২, নামঞ্জুর; মো. শাহ আলম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ঢাকা-১৩, নামঞ্জুর; মো. ওসমান গণি, স্বতন্ত্র, চট্টগ্রাম-১০, নামঞ্জুর; সেলিনা ইসলাম, স্বতন্ত্র, লক্ষ্মীপুর-২, নামঞ্জুর; মো. মাসুদ খান, স্বতন্ত্র, ঢাকা-১৭, নামঞ্জুর; মো. নিপু হোসেন, স্বতন্ত্র, রাজশাহী-৩, নামঞ্জুর; সাবিনা, স্বতন্ত্র, ঢাকা-১২, নামঞ্জুর।
আদেশ পরে জানানো হবে যে ৩ জনের
আপিল নিষ্পত্তি না করে পেন্ডিং অবস্থায় রাখা তিন প্রার্থী হলেন খুলনা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনিরা সুলতানা, নওগাঁ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান ও সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রেজাউল রশিদ খান।
উল্লেখ্য, বুধবার (১৩ ডিসেম্বর) ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৪০১ থেকে ৫০০ নম্বর ও শুক্রবার (১৫ ডিসেম্বর) ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
চস/আজহার