spot_img

১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট নয়

আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে প্রায় দুই ঘন্টাব্যাপী চলা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে তিনি একথা বলেন।

বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট কীনা জানতে চাইলে তিনি বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা এটা পরিষ্কার করে বলেছি। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, তাহলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তখন এটা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।

পরবর্তী সিদ্ধান্ত কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

এর আগে দুপুর ১২টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss