spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

নতুন দলের জন্য নির্বাচন কমিশনের শর্ত

নির্বাচন কমিশন (ইসি)-এর নিবন্ধন পেলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা নিজস্ব প্রতীকে ভোটে অংশ নিতে পারবেন। তবে, নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও সুযোগ রয়েছে।

এবারের নির্বাচনকে কেন্দ্র করে ইসি ১০ মার্চ নতুন দলগুলোর আবেদনপত্র আহ্বান করে। ২০ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণের কথা থাকলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ কিছু দলের আবেদনে সময়সীমা দুই মাস বাড়ানো হয়।

ইসির শর্তানুসারে, নতুন দলের নিবন্ধন পেতে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে এবং কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে। এ ছাড়া অন্তত ১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানায় ২০০ ভোটারের সমর্থনপত্রও জমা দিতে হবে।

আবেদন যাচাই-বাছাই শেষে ইসি শর্ত পূরণকারী দলগুলোকে নিবন্ধন সনদ দেবে, যা তাদের নিজস্ব প্রতীকে ভোটে অংশ নেওয়ার অনুমতি দেবে। বর্তমানে নির্বাচন কমিশনে ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss