spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গ্রীসে ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত

গ্রীসের উত্তরাঞ্চলীয় শহর লারিসায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর যুবক মোহাম্মদ ইদ্রিস (৩১) নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল কাজী বাড়ি ও খলিফা পাড়ার মরহুম শাহিন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মোহাম্মদ ইলিয়াছ।

গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গ্রীসের উত্তরে সাড়ে তিনশো যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের এই সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন এক সরকারি কর্মকর্তা। তদন্তে নিযুক্ত এলেনি জাগেলিডু বলেন ৫৭ জনের শরীর থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার জন্য মানুষের ভুলই দায়ী বলেছেন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস।

এরইমধ্যে স্থানীয় স্টেশনমাস্টারের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। দেশটির পরিবহনমন্ত্রী পদত্যাগ করেছেন।

দুটো ট্রেন কী করে একই লাইনে কিভাবে আসলো তা এখনো স্পষ্ট নয়। ওই সময় সংকেতের দায়িত্বে থাকা স্টেশনমাস্টার কোন ভুল করেননি দাবি করে বলছেন, কোন কারিগরি ত্রুটি থেকে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

দুর্ঘটনাস্থল ঘুরে গ্রীসের প্রধানমন্ত্রী বলেছেন সবকিছু ‘একটি মানবিক ত্রুটিকেই’ নির্দেশ করছে।

এই দুর্ঘটনার পর গ্রীসে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এদিকে ভয়াবহ দুর্ঘটনার জন্য রেল শ্রমিকরা সরকারের উদাসীনতাকে দায়ী করে বৃহস্পতিবার একদিনের রেল ধর্মঘট পালন করেন। এথেন্সে টানা ২য় দিন প্রতিবাদে নেমে আসেন দুই হাজারের উপর মানুষ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss