spot_img

২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আমিরাতে গাড়ির ধাক্কায় বাংলাদেশি তরুণের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে ল্যান্ড ক্রুজারের ধাক্কায় সাজ্জাদ হোসেন অনিক (২৩) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সাজ্জাদ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়া শান্তিরবাগ এলাকার ইকবাল হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে  রাস আল খাইমাহর কাদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মামা প্রবাসী বিল্লাল হোসেন জানান, সাজ্জাদ রাস আল খাইমাহর কাদরা এলাকায় একটি খেজুর প্রসেসিং কোম্পানিতে সেলসম্যানের কাজ করতেন। মঙ্গলবার দিনের কাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে সাইকেলযোগে তার মামা সোহেল মিয়ার সাথে দেখা করতে যাওয়ার পথে একটি ল্যান্ড ক্রুজার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং তাকে শারজাহর আল দাহিদ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনার সাথে জড়িত ল্যান্ড ক্রুজার ও তার চালককে আটক করেছে।

বর্তমানে তার লাশ দাহিদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss