spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুবাই থেকে দেশে ফিরলেন আটকেপড়া আরো ১৫৮ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে দুবাইয়ে আটকেপড়া আরো ১৫৮ প্রবাসী বাংলাদেশি আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট এই প্রবাসীদের নিয়ে সোমবার রাতে দুবাই থেকে উড্ডয়ন করে আজ (মঙ্গলবার) সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গতকাল সোমবার দুবাইয়ে আটকেপড়া ১৬০ বাংলাদেশিকে ফিরিয়ে আনে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।
ইউএস-বাংলা জানায়, দুবাইয়ে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।

আরো পড়ুন: নিউজিল্যান্ডে ২৫ দিন পর ২ জনের করোনা শনাক্ত

দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছে। এছাড়া স্বাস্থ্যবিধির নির্দেশনা অনুযায়ী প্রত্যেক যাত্রীর সঙ্গে দুই জোড়া ডিসপোসিবল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতাও ছিল বলে জানায় তারা।

উল্লেখ্য, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত তিন মাসের বেশি সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকা পড়েছিলেন অনেক প্রবাসী বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরতে পারছিলেন না তারা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss