spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাইডেনের শপথে গাইবেন গাগা-লোপেজ

আজ শপথ নিচ্ছেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কিন্তু করোনা এবং ক্যাপিটল হিলের সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে এবার ওয়াশিংটন চত্বরে থাকবে না কোনো ভিড়। তবে ভার্চুয়ালি এতে অংশ নেবেন সবাই।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বৃহত্তর ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন পপশিল্পী জেনিফার লোপেজ এবং লেডি গাগা।

এছাড়াও এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন ২৩ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নারী কবি আমান্ডা গরম্যান।

‘সেলিব্রেটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করবেন দুবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস।

গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে বক্তব্য দিতে আমন্ত্রণ জানানো হয়েছে জর্জিয়ার একদল কৃষ্ণাঙ্গ দমকলকর্মীকেও।

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে এবিসি, সিবিএস, এনবিসি, সিএনএনসহ বেশ কয়েকটি চ্যানেলে।

আরো পড়ুন: ট্রাম্পের ইচ্ছায় সাড়া দেয়নি পেন্টাগন

মঞ্চে আরও দেখা যাবে জাস্টিন টিম্বারলেক, জন বন জোভি, ডেমি লোভাটো, অ্যান্ট ক্লেমনসদের।

অনুষ্ঠানে ব্রুস স্প্রিংগসটিন সাধারণ নাগরিকদের সম্মানে গান গাইবেন।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss