spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাকিস্তানে গান গাওয়ায় ভারতে নিষিদ্ধ মিকা সিং

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহের মধ্যে বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং করাচিতে একটি বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ায় তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, ফিল্ম প্রোডাকশন হাউস, মিউজিক কোম্পানি ও অনলাইন মিউজিক কনটেন্ট প্রোভাইডাররা মিকাকে বয়কট করছে।

শুধু তাই নয়, কোনো ভারতীয় যাতে মিকার সঙ্গে কাজ না-করে সেদিকে নজর রাখা হবে বলে জানিয়েছে সংস্থাটি। নির্দেশ না-মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরও হস্তক্ষেপ দাবি করেছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’।

পাকিস্তানের সাবেক সেনাসাশক জেনারেল পারভেজ মুশারফের ঘনিষ্ঠ এক কোটিপতি ব্যবসায়ীর মেয়ের বিয়েতে মিকা সিং ও তার দলের গান গাওয়া ঘিরে তৈরি হয় সমস্যা। মিকা তার দলবল নিয়ে পাকিস্তানের করাচিতে যান এবং ৮ অগাস্ট বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন। এর জন্য মিকা ১ কোটি রূপি পারিশ্রমিকও নেন।

পাকিস্তানি সাংবাদিক নিয়ালা ইনায়াত নিজের টুইটার হ্যান্ডল থেকে মিকার সেই গান গাওয়ার ভিডিও পোস্ট করাতেই ঘটনাটি সামনে আসে। ভারত ও পাকিস্তানের মধ্যে যখন কাশ্মীর নিয়ে ঠাণ্ডা লড়াই চরমে, তখন মিকার করাচিতে গান গাওয়া মেনে নিতে পারেননি পাকিস্তান এবং ভারতের অনেকেই।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss