চলে গেলেন খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ২০মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন মিতা হকের মেয়ের জামাতা নাট্যশিল্পী মুস্তাফিজ শাহীন।
তিনি জানান, কেরানীগঞ্জের পৈত্রিক বাড়িতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মুস্তাফিজ শাহীন বলেন, ‘মিতা হক গত ৫ বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোই ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি কোভিড আক্রান্ত হয়ে কিছুটা মানসিক এবং শারীরিকভাবে দুর্বল ছিলেন। যেহেতু তিনি ডায়ালাইসিস রোগী এবং কভিড আক্রান্ত, তাই তাকে গত ৩১ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
আরো পড়ুন: সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই
মিতা হক ১৯৬২ সালের সেপ্টেম্বরে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী। একমাত্র মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীতশিল্পী।
মিতা হক এ পর্যন্ত ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন। তার এককভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে।
চস/স


