spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার হাওয়া সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা

হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২’ লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২’ এর ধারা ৩৮ (১-২), ৪১ ও ৪৬ লঙ্ঘনের অভিযোগে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলে মামলা করেছে। বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা মামলায় বাদী হয়েছেন।

আদালতের আরেকটি সূত্র জানিয়েছে, হাওয়া চলচ্চিত্রের পরিচালকের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। কিন্তু এ বিষয়ে বিচারক কোনো রায় দেননি।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই হাওয়া মুক্তি পায়। মুক্তির পর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রটির রিভিউতে জানা যায়, এই চলচ্চিত্রে একটি পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss