জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে মানহানির মামলা করলেন নোরা ফাতেহি। শুধু জ্যাকলিন নন, বেশ কিছু মিডিয়ার নামেও তিনি দিল্লি কোর্টে মানহানির মামলা করেছেন। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা তছরুপের কেসের নাম জড়িয়েছে অভিনেত্রীর বছরের শুরু থেকেই। এই প্রতারণার মামলায় রয়েছে নোরার নামও। আর সেটার সূত্র ধরেই নোরার এই মামলা দিল্লি কোর্টে।
মামলার অভিযোগপত্রে নোরা উল্লেখ করেন, ‘এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে উল্লিখিত প্রতিদ্বন্দ্বীরা অভিযোগকারীর সঙ্গে ইন্ডাস্ট্রিতে ন্যায্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা শুরু করেছে। এতে তাঁর কাজের ক্ষতি হচ্ছে।’
একইসঙ্গে এই মামলাতে বলা হয়েছে, ‘অভিযোগকারী এই মানহানিকর মন্তব্যের জন্য ক্ষুব্ধ। অভিযোগকারীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই অভিযোগ। পুনর্ব্যক্ত করা উচিত যে এই মানহানিকর মন্তব্যগুলি অভিযুক্ত নং ১ দ্বারা প্রাথমিকভাবে করা হয়েছিল যা পরবর্তীতে অন্য অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা সম্প্রচারিত এবং প্রচারিত হয়। যাদের সকলেই একে-অপরের সঙ্গে জড়িত ছিল এবং অভিযুক্ত নং ১-এর এটা একটা ষড়যন্ত্র ছিল। অভিযোগকারীর আর্থিক, সামাজিক এবং ব্যক্তিগত অধঃপতন হয়েছে এই কারণে।’
নোরার দাবি, সুকেশের সঙ্গে সরাসরি তার কোনো সম্পর্ক ছিল না। এমনকি তার থেকে কোনো উপহার নেওয়ার অভিযোগও উড়িয়ে দেন অভিনেত্রী। জ্যাকলিনের উসকানিতেই অন্যান্য মিডিয়া হাউজগুলো নোরাকে হেনস্তা করেছে।
উল্লেখ্য, সোমবার দিল্লি কোর্টে ফের হাজিরা দিতে হয়েছিল জ্যাকলিনকে ২০০ কোটির আর্থিক মামলায়। আপাতত জামিনে বাইরে আছেন তিনি। আপাতত শুনানির তারিখ ২০ ডিসেম্বরের পর রাখা হবে বলেই জানিয়েছে বিচারপতি শৈলেন্দ্র মালিক। জ্যাকলিনের আইনজীবী কোর্ট জানিয়েছেন যে ইডির তরফে অভিনেত্রী এখনও চার্জশিটের সম্পূর্ণ কপি এবং অন্যান্য কাগজপত্র পাঠানো হয়নি।
চস/স