spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৬ ফেব্রুয়ারি সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা চুটিয়ে প্রেম করছেন। যদিও এই প্রেমের সম্পর্ক কখনো সরাসরি স্বীকার করেননি তাঁরা।

গুঞ্জন ছিল, শিগগিরই লুকানো এই প্রেমের পূর্ণতা দেবেন তাঁরা। এই শীতেই বিয়ে করছেন তারা।

এই গুঞ্জন এবার কিছুটা ডালপালা মেলেছে। সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানাচ্ছে, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ে ৬ ফেব্রুয়ারি। রাজস্থানের জয়সালমের প্যালেস হোটেলে বসবে বিয়ের আসর। ৪ তারিখ থেকে শুরু হবে মেহেন্দি, গায়ে হলুদ, সঙ্গীতসহ সব ধরণের আয়োজন।

জানা যায়, ‘লাস্ট স্টোরিস’ (২০১৮) ব়্যাপ আপ পার্টিতে শুরু এই প্রেমের গল্প। দুজনের মাখামাখো রসায়ন তারপর বি-টাউনের চর্চার বিষয় হয়ে ওঠে। চলতি বছরের গোড়ার দিকে দুজনের ব্রেক-আপের গুঞ্জনও শোনা গিয়েছিল, তবে নিন্দকদের মুখে ছাই দিয়ে ফের একসঙ্গে ধরা দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা জুটি।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে বলিউড তারকাদের উপস্থিতি সেভাবে নাকি চোখে পড়বে না। দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই আমন্ত্রিত সেখানে। তবে মুম্বইয়ে বি-টাউন বন্ধুদের জন্য রিসেপশন পার্টির বন্দোবস্ত করবেন ‘শেরশাহ’ জুটি। এখন তাহলে অপেক্ষা শুধু ব্যান্ড বাজা বারাতের!

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss