spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দিল্লি পরিস্থিতিতে মর্মাহত নুসরাত

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লির পরিস্থিতি। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সহিংসতা ক্রমেই ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে। বলা চলে, অস্থিতিশীল সময় পার করছেন সেখানকার নাগরিকরা। আর এমন অবস্থায় মানবতা ও শান্তির বাণী ছড়ালেন ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করেন এই তারকা অভিনেত্রী। ছবিতে ধূসর ব্যাকগ্রাউন্ডে ইংরেজি অক্ষরে ‘মুসলিম’ ও ‘হিন্দু’ শব্দ দুটি লেখা। তবে উভয় শব্দ থেকেই ‘ইউ’ ও ‘আই’ বর্ণ দুটি অনুপস্থিত। এর নিচে লেখা, “তুমি (ইউ) ও ‘আমি’ (আই) ছাড়া ‘আমরা’ হতে পারি না।”

নুসরাত জাহানের টুইট

ছবির ক্যাপশনে এই ভারতীয় অভিনেত্রী লেখেন, ‘আমি দুঃখ ভারাক্রান্ত, মর্মাহত। আমার কষ্ট হচ্ছে। আমার দেশ জ্বলছে। ভুলে গেলে চলবে না, সবার আগে আমরা মানুষ।’

কেউ যেন গুজব, ভুয়া খবর কিংবা ঘৃণা না ছড়ায়, সে জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া নুসরাত জাহান।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss