‘সুড়ঙ্গ’ সিনেমায় অনবদ্য অভিনয় করা আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা অসুস্থ হয়ে রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি আছেন তিনি।
শুক্রবার (১৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন।
এ নায়িকা তার অসুস্থতার কথা জানিয়ে লিখেছেন, সরি, কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।’ এছাড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১০৪ ডিগ্রি জ্বরে আক্রান্ত আছেন তিনি।
চস/স