spot_img

২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ খেতাব জিতলেন শ্বেতা

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’- এ এবার সেরার মুকুট জিতেছেন চণ্ডীগড়ের মেয়ে শ্বেতা শারদা। রানার আপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি।

রোববার (২৭ আগস্ট) মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গতবারের বিজয়ী দিভিতা রায় বিজয়ের মুকুট পরিয়ে দেন শ্বেতাকে। দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব লাভ করেন।

৭২তম মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন শ্বেতা। জানা যায়, শ্বেতা শারদার বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্নপূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা। সূত্র : ইন্ডিয়া টুডে

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss