spot_img
BETA Version ...
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

প্রতারিত হলেন শ্রীলেখা মিত্র!

কলকাতার জনপ্রিয় অীভনেত্রী শ্রীলেখা মিত্র। লক্ষ টাকার জালিয়াতির চক্রে এবার উঠে এসেছে তার নাম। অভিনেত্রীর জন্মদিন ছিল ৩০ আগস্ট। ঠিক তার আগের দিনই ঘটেছে ঘটনা। একটি অচেনা নম্বর থেকে এসেছিল ফোন। সে ফোনটি তুলতেই ঘটে বিপত্তি।

এক ব্যক্তি অভিনেত্রীকে তার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। তার পর যে কী করে কী ঘটে গেল তা বুঝতে পারেননি শ্রীলেখা। এমনিতেও তখন তিনি অসুস্থ ছিলেন। জ্বরে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। রক্তপরীক্ষাও করাতে হয়। এই অবস্থায় ওই অবস্থায় ওই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাংক থেকে লক্ষাধিক টাকা গেল শ্রীলেখা। এই প্রসঙ্গে গণমাধ্যমে পক্ষ থেকে যোগাযোগ করা হয় শ্রীলেখার সঙ্গে।

শ্রীলেখা বলেন, নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা হারানো গেছে সেটা বলতে চাই না। তবে লক্ষের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি। খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে পুলিশ। এখন সবটাই সময়সাপেক্ষ। খোয়া যাওয়া টাকা কি আদৌ ফেরত পাবেন শ্রীলেখা? এখনই নিশ্চিত করে বলতে পারছেন না অভিনেত্রী।

সম্প্রতি তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিটির শুটিং শেষ করেছেন শ্রীলেখা। আগামী দিনে আবারও নিজের পরিচালনার কাজ শুরু করবেন। কথাবার্তা চলছে। ভাল প্রযোজকের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss