spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৮ দিনে ‘জওয়ান’ এর আয় প্রায় ৯০০ কোটি!

‘পাঠান’ মুক্তির সাত মাস পর আবার বড় পর্দায় শাহরুখ খান।গত ৭ সেপ্টেম্বর ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘জওয়ান’। ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি।

এটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে চলে আসে। অষ্টম দিন পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির আয় ৩৯০.৪৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয়ের রথ ৭০০ কোটি রুপি ক্লাবের দিকে ছুটছে!

রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘জওয়ান’ সিনেমা প্রযোজনা করেছেন গৌরি খান। প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, বিশ্বব্যাপী ‘জওয়ান’ ঝড় বইছে। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৬৬০.০৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮৭৯ কোটি ৪৪ লাখ টাকার বেশি।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss