spot_img

৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পরীমনির ডিভোর্স লেটার নিয়ে রাজ যা বললেন

অভিনেতা শরীফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে এ ব্যাপারে কিছুই জানতেন না শরীফুল রাজ। এবার এ বিষয়ে আজ (২০ সেপ্টেম্বর) শরীফুল রাজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এ প্রসঙ্গে রাজ জানান, এ বিষয়ে কিছুই জানতেন না তিনি। এ বিষয়ে শরীফুল রাজ গণমাধ্যমকে আরও বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে তালাকনামায়- মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ-খবর না নেয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ করেন পরীমণি।

২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত বছরের ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। ২১ জানুয়ারি হয় তাদের গায়েহলুদের অনুষ্ঠান।

রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তাঁর কোলজুড়ে আসে সন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss