spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ যেসব সিনেমা দেখতে পারেন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবার ২২তম আসর চলছে। ২০ জানুয়ারি পর্দা উঠেছে আসরের। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এ চলচ্চিত্র উৎসবে ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই চলচ্চিত্র উৎসব শেষ হবে ২৮ জানুয়ারি।

আজ যেসব সিনেমা দেখতে পারেন

জাতীয় জাদুঘর (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন)
সকাল ১০টা ৩০: ‘নাম্বার টেন’, হামিদ জারগার নেজহাদি (ইরান), বেলা তিনটা: ‘দ্য লাস্ট অনার’, রোজি বরা (ভারত), সন্ধ্যা ৭টা, ‘অদেখা ঋত্বিক’, শুভঙ্কর ভৌমিক (ভারত)।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিট: ‘দেয়ার অ্যান্ড ব্যাক’, ওলেগ আসাদুলিন (রাশিয়া), বেলা ১টা: ‘জালালডাইন’, হাসান বেঞ্জালৌন (মরক্কো)।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
সকাল ১০টা: ‘লুজ টু উইন’, হু গাও (চীন), বেলা ১টা: ‘দ্য লাইট’, আন্থন কোলোমেয়েত (রাশিয়া), বেলা ৩টা: ‘লেদার জ্যাকেট ম্যান’, হোসাইন মির্জা মোহাম্মদি (ইরান), বিকেল ৫টা: ‘মেঘের কপাট’, ওয়ালিদ আহমেদ (বাংলাদেশ)।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন)
বেলা ৩টা: ‘আই অ্যাম হোয়াট অ্যাই অ্যাম’, সাং জেইপেং (চীন), বিকেল ৫টা: ‘পাসেঞ্জার’, ইভান মনোয়ার (বাংলাদেশ)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন, ষষ্ঠ তলা)
বিকেল ৫টা: ‘প্লেসেস অব দ্য সোল’, হামিদা ইসা (কাতার)।

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
সকাল ১০টা: ‘শেষ পাতা’, অতনু ঘোষ (ভারত)।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss