spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

‘আয়নাঘর’ নিয়ে সিনেমা বানাবেন জয় সরকার

শেখ হাসিনার সরকারের পতনের পর ‘আয়নাঘর’ আলোচনায় উঠে এসেছে। যেখানে সরকারের বিরাগভাজনদের ওপর চালানো হতো চরম নির্যাতন। বছরের পর বছর আটকে রাখা হতো তাদের। এবার আয়নাঘর নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন নির্মাতা জয় সরকার।

রোববার (১১ আগস্ট) প্রযোজক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন জয় সরকার। সিনেমাটির নামও ‘আয়নাঘর’ রেখেছেন তিনি।

ফেসবুকে নিবন্ধনকালীন ছবি প্রকাশ করে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জয়।

এসময় নির্মাতা লিখেছেন, ‘সেই বিভীষিকাময় দিনগুলো নিয়ে আমার চলচ্চিত্র ‘আয়নাঘর’। সবার সহযোগিতা কামনা করছি। সার্বিক তত্ত্বাবধানে রেবিট এন্টারটেইনমেন্ট।’

বিষয়টি নিয়ে জয় সরকার বলেন, ‘আমার প্রথম সিনেমার নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এই সিনেমাটি করতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। এখন গল্প লিখছি।’

অক্টোবরের শুরু থেকে ‘আয়নাঘর’ সিনেমার শুটিং হবে। এমনটা জানিয়ে নির্মাতা আরও বলেন, ‘ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে দেখা করে বাস্তবতা সম্পর্কে জেনে নেব। আমি চাই, সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কী কী হয়েছে গত ১৬ বছরে। শিগগিরই শিল্পী ও কলাকুশলী সবাইকে চূড়ান্ত করব।’

সিনেমাটি প্রযোজনা করছে র‌্যাবিট এন্টারটেইনমেন্ট। অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss