ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে তোপের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এদিকে এ সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে। এরকম অনেক বিষয় নিয়ে সিনেমা বানানোর তোড়জোরও শুরু হয়েছে। ইতোমধ্যে অনেক সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে।
দেশে সম্প্রতি আলোচিত ইস্যুর মধ্যে মধ্যে অন্যতম একটি “হারুনের ভাতের হোটেল”। মূলত গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে ঘিরেই এই ইস্যুর সূত্রপাত। বিভিন্ন সময়ে অনেককে জিজ্ঞাসাবাদ কিংবা হেফাজতের নামে ডিবি অফিসে নিয়ে খাবার খাইয়ে ছবি তুলে আলোচনায় আসেন তিনি। এছাড়া কার্যালয়ে দেখা করতে যাওয়া অনেককে খাবার খাওয়ানোর ছবি সোশ্যাল মিডিয়াঢ ভাইরাল হয়েছে। সেখান থেকেই ব্যাঙ্গাত্মকভাবে “হারুনের ভাতের হোটেল” নামটি এসেছে। আর হারুনের খাওয়ার ছবিগুলো মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের একটি ছবি। গতবছর বিএনপির আন্দোলন থেকে গয়শ্বর চন্দ্রকে তুলে নেয় ডিবি। এরপর তাকে খাওয়ানোর ছবি ফেসবুকে ছেড়ে দেন হারুন। সেই সময় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এবার এই শিরোনামে সিনেমা বানানো চেষ্টায় আছেন অভিনয়শিল্পী জাদু আজাদ। `হারুনের ভাতের হোটেল’ নামে একটি সিনেমা পরিচালক সমিতিতে নিবন্ধনও করেছেন তিনি।
মঙ্গলবার (২০ আগস্ট) চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে এ তথ্য জানা গেছে।
পরিচালক সমিতির এক জ্যেষ্ঠ পরিচালক জানান, রাজনৈতিক পটপরিবর্তনে এ ধরনের ছবির নাম নিবন্ধনের একটা হিড়িক পড়েছে। এখন দেখার বিষয়, ছবিগুলো নির্মাণ করা হচ্ছে কবে, ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তবে ঘটনাগুলো দেশে ও দেশের বাইরে বেশ আলোচিত, ঠিকঠাকভাবে বানাতে পারলে দারুণ কিছু হতেও পারে।
তিনি আরও বলেন, সবাইকে অনুরোধ করব, হুড়োহুড়ি নয়, প্রপার তথ্য-উপাত্ত নিয়ে যেন ছবিগুলো তৈরি করা হয়। দর্শকেরা যেন বিনোদনের মাধ্যমে সঠিক খবর জানতে পারেন।
সিনেমার বিষয়ে অভিনয়শিল্পী জাদু আজাদ বলেন, সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু। কারা এতে অভিনয় করবেন তা এখনও ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।
উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে মাদার অব ডেমোক্রেসি নামে একটি সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে।
চস/আজহার