spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ পরি দিবস

ছোটবেলায় পরিবারের বড় সদস্য বা দাদা-দাদির কাছে রূপকথার গল্প শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। প্রতিটি রূপকথার গল্পে একটি অন্যতম কাল্পনিক চরিত্র হলো পরি। আমাদের শৈশবকে রঙিন করে রাখতে এই চরিত্রটি ছিল অন্যতম।

মজার বিষয় হলো- আজ পরি দিবস। বিশ্বব্যাপী প্রতি বছরের ২৪ জুন দিবসটি উদযাপন করা হয়।

পরি চরিত্রটি প্রতিটি গল্পে এমনভাবে বর্ণনা করা হয় যে, আমাদের সবার কাছে চরিত্রটি সবসময় প্রিয় থাকে। গল্পে সাধারণত পরি হিসেবে একজোড়া ডানা বিশিষ্ট সুন্দরী নারীকে বুঝানো হয়। যার সৌন্দর্যে সবাই বিমহিত হয়ে থাকে। তাদের ডানাগুলো প্রজাপতির মতো নরম ও কোমল। তাদের ত্বক হয় ফর্সা এবং মাথার চুল লম্বা ও মসৃণ। সারা বিশ্বের শিশুদের কাছে পরি খুবই প্রিয়।

শৈশবের ভালো লাগা থেকে আজও এই চরিত্রটিকে সবাই অনেক ভালোবাসে। তাই তো বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss