মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী বছরের ৯ মে রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। গতকাল নির্বাচনী প্রচারণায় যাওয়ার আগে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের এই কথা বলেন।
আমন্ত্রণ জানানোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, যেতে পারলে খুবই ভাল হবে। এটা ‘রাজনীতির মধ্যবর্তী একটা সময়’ বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের শুনানিতে হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত চীফ অব স্টাফ মিক মুলভ্যানিকে তলব করেছে প্রতিনিধি পরিষদের কমিটি। তবে মুলভ্যানি শুনানিতে যাবেন না বলে জানিয়েছেন।
এদিকে তদন্ত কমিটি গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়া বিষয়ক সাবেক উপদেষ্টা ফিয়োনা হিল এবং জাতীয় নিরাপত্তা পরিষদের ইউক্রেন বিষয়ক বিশেষজ্ঞ আলেক্সান্দার ভিন্দম্যানের সাক্ষ্যের নথি প্রকাশ করেছে। -সিএনএন
চস/আজহার