spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তিন ফ্লাইওভার ও একটি ওভারপাসের হাতবদল

সিডিএ নির্মিত তিনটি ফ্লাইওভার এবং একটি ওভারপাস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল (রবিবার) চসিকের অস্থায়ী কার্যালয়ে সিটি মেয়রের কাছে আনুষ্ঠানিকভাবে সিডিএ চেয়ারম্যান তা হস্তান্তর করেন।

ফ্লাইওভারসমূহ হল বহদ্দারহাটের এম এ মান্নান ফ্লাইওভার, মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত আখতারুজ্জামান ফ্লাইওভার, কদমতলী ফ্লাইওভার এবং দেওয়ানহাট ওভারপাস। এখন থেকে এসব স্থাপনা রক্ষণাবেক্ষণ করবে চসিক।

মেয়র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সিডিএ আজ (গতকাল রবিবার) যেসব স্থাপনা আমাদের কাছে হস্তান্তর করছে তা সিটি কর্পোরেশন রক্ষণাবেক্ষণ করবে। হস্তান্তর অনুষ্ঠানের আগে উভয় প্রতিষ্ঠানের প্রকৌশলীরা সার্ভে করেছে উল্লেখ করে তিনি বলেন, কদমতলী ও বহদ্দারহাট ফ্লাইওভারে আমাদের কিছু সংস্কার কাজ করতে হবে। উপরেও করতে হবে, নিচেও করতে হবে। কিছু আলোকায়নের কাজও করতে হবে। যত দ্রুত সম্ভব কাজগুলো করার চেষ্টা করা হবে। তবে চসিকের আর্থিক জনবলের সীমাবদ্ধতা রয়েছে। চুয়েট সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি আসছেন। তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। আগামীতে প্রধানমন্ত্রীও আসার সম্ভাবনা আছে। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টা আছে। অনেক সময় প্রয়োজনীয় সময়ে কাজ শেষ করতে পারি না। সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পর নতুন একটি এক্টে দেখলাম- সিডিএ সরকারের একটি মন্ত্রণালয়ের উন্নয়ন সংস্থা। নিয়ম হচ্ছে সরকার সিডিএ’র মাধ্যমে সরাসরি উন্নয়ন কাজ করে। কোনো প্রকল্প করার পর স্থানীয় সরকার বিভাগের সংস্থা সিটি করপোরেশনকে হস্তান্তর করার নিয়ম রয়েছে। আমি দেখলাম ৪টি ফ্লাইওভার নির্মাণের ২-৩ বছর হয়ে গেছে। হস্তান্তর করা হয়নি। মন্ত্রণালয়ে চিঠি লিখলাম। মন্ত্রণালয় সভা ডাকলো। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়েছে সিটি কর্পোরেশনকে হস্তান্তর করার। এরপর আমরা কর্পোরেশনকে চিঠি দিই।
অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, দুই সংস্থার প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss