spot_img

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কেএনএফ’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনভাবে আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৬ এপ্রিল) সকালে জেলার রুমা উপজেলার সোনালী ব্যাংক পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সাথে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর, বিজিবির মহাপরিচালকসহ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ত্রাসীদের বিরুদ্ধে কম্বিং অপারেশন নিয়ে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী তৎপরতা দমনে যে যার মতো করে অভিযান এবং তৎপরতা চালাবে। সকাল ১১টায় হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে রুমা পরিদর্শনে যান। সেখানে তিনি উপজেলা কমপ্লেক্স ও ক্ষতিগ্রস্ত সোনালী ব্যাংক পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় প্রশাসনের সাথেও কথা বলেন। পরে তিনি বান্দরবানের সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময়ে মিলিত হন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss