চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনায় পড়েছে। তবে বিমানে থাকা দুই পাইলট অক্ষত আছেন। বৃহস্পতিবার (৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি পতেঙ্গায় নৌ বাহিনীর বোট ক্লাবের ওপর দিয়ে উড়ছিল। এ সময় হঠাৎ বিমানটির পেছনের দিকে আগুন ধরে যায়। এরপর বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনায় পড়ে যায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) শাকিলা বলেন, বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনায় পড়ে যায়। বিমানের পাইলট ও কো-পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
চস/স


