spot_img

২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জাতীয় রপ্তানি ট্রফি পেলেন বিকেএমইএ’র সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল

২০২১-২০২২ অর্থবছরে দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিকেএমইএ’র সহ-সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল দু’টি জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছেন।

আজ রবিবার (১৪ জুলাই) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি ট্রফি গ্রহণ করেন।

তিনি তৈরি পোশাক (নীটওয়্যার) খাতে মেসার্স ডিভাইন ইন্টিমেটস লি: এর পক্ষে জাতীয় রপ্তানি ট্রফি (রৌপ্য) এবং টেক্সটাইল ফেব্রিকস খাতে মেসার্স ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লি: এর পক্ষে জাতীয় রপ্তানি ট্রফি (ব্রোঞ্জ) গ্রহণ করেন।

বাণিজ্য মন্ত্রী আহসানুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এমপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মো. সেলিম উদ্দীন।

উল্লেখ্য, মেসার্স ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লি: জাতীয় রপ্তানি ট্রফিতে ২০১৬-১৭, ২০১৭-১৮ অর্থবর্ষে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করে এবং ফোর এইচ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান মেসার্স ফোর এইচ ফ্যাশন্স লি: রপ্তানিতে অবদানের স্বীকৃতি স্বরূপ একাধিকবার জাতীয় রপ্তানী ট্রফি অর্জন করে।

এছাড়া, গাওহার সিরাজ জামিল টানা ১৪ বার সি.আই.পি নির্বাচিত হয়েছেন। তিনি দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির আজীবন সদস্য এবং চট্টগ্রাম আবাহনী ক্রীড়াচক্রের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss