spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

স্বস্তির ঈদ উপহার দেয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন

ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রবিবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন এবং সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

এসময় প্রধান উপদেষ্টা নয় দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশের জনগণকে ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ার জন্য কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, এবার মহাসড়কগুলোতে যানজট ছিল না এবং ন্যূনতম বিদ্যুৎ বিভ্রাট ছিল না।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এখন পর্যন্ত এই ঈদুল ফিতর সম্পর্কে সর্বমহলে আমি প্রশংসামূলক কথা শুনেছি।”

অধ্যাপক ইউনূস আরও বলেন যে এখন একটি আদর্শ নির্ধারণ করা হয়েছে এবং এটি সারা বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়ার সময়।

কর্মকর্তাদের এই দলের নেতৃত্বে ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফওজুল কবির খান।

তিনি প্রধান উপদেষ্টাকে ঈদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। একক মন্ত্রণালয় হিসেবে কাজ করার পরিবর্তে  একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করার কথা বলেন উপদেষ্টা।

সৌজন্য সাক্ষাৎে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব মিসেস ফারজানা মমতাজ, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ সায়াথিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss