spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

৬ মে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়েছে। পূর্বনির্ধারিত তারিখ ৫ মে’র পরিবর্তে তিনি আগামী ৬ মে (মঙ্গলবার) লন্ডন থেকে ঢাকায় ফিরবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে তার দেশে ফেরার তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন।

শায়রুল কবির খান আরও জানান, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন থেকে ঢাকায় আসবেন। এ যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

প্রায় পাঁচ মাস আগে, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার শারীরিক অসুস্থতার খোঁজখবর নিয়ে রাজকীয় বহরের একটি বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বরাদ্দ দেন, যার মাধ্যমে তিনি লন্ডনে যান।

সেখানে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জানুয়ারি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে স্থানান্তরিত হন এবং সেখানেই তার চিকিৎসা চলছিল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss