spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

তাজনূভা জাবীন প্রোপাগান্ডার শিকার: এনসিপি

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ফাঁসের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে নিয়ে মিথ্যাচারও প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ দলটির। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এনসিপির যুগ্ম আহবায়ক (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক কাজে কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং পতিত ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা জড়িত। এটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, ইতিপূর্বেও এনসিপি’র নারী নেত্রীদের লক্ষ্য করে একই ধরনের অপপ্রচার চালানো হয়েছে; যা শুধু নারীর প্রতি অবমাননা ও নিপীড়নের বহিঃপ্রকাশই নয়, বরং এটি তাদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্ষমতাকে অস্বীকার এবং রাজনৈতিক পরিসরকে সংকুচিত করার পরিকল্পিত প্রচেষ্টা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ দেড় যুগের গুম-খুন-ধর্ষণ ও ফ্যাসিবাদী দুঃশাসনের পর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নারীরা নিজেদের কর্তাসত্তাকে পুনরুদ্ধার করেছেন।

এনসিপি বলছে, তাদের প্রতি যেকোনও অবমাননাকর ও নিবর্তনমূলক আচরণ জুলাই অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ও আদর্শকে অস্বীকার করে। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো- ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষগুলোর কিছু নেতাকর্মীরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ অপপ্রচারে অংশগ্রহণ করেছেন। অনেক অনলাইন মিডিয়া এবং মিডিয়া ব্যক্তিত্বও এক্ষেত্রে দায়িত্বহীনতা ও অপেশাদারত্বের পরিচয় দিয়েছেন। একটি মূলধারার দৈনিক পত্রিকাও তাজনূভা জাবীনকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করেছে। যা জনপরিসরে তাকে আরও বেশি অরক্ষিত করেছে এবং তার বিরুদ্ধে অযাচিত মন্তব্যকে আরও উসকে দিয়েছে।

অথচ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি রাজনৈতিক পরিসরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই এ দলের নেতৃত্বস্থানীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সমর্থকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এনসিপি নারীদের প্রতি এ ধরনের নিপীড়ন ও যৌন হয়রানিমূলক ক্যাম্পেইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ ক্যাম্পেইন অব্যাহত থাকলে আগামীতে অনলাইন-অফলাইনে নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সর্বশক্তি দিয়ে তাদের মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss