spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কর্মকর্তাদের স্বাক্ষর জাল, সতর্ক থাকতে বলল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে একটি অসাধু চক্র বিভিন্ন কাজের জন্য ভুয়া পত্র তৈরি করে সাধারণ জনগণকে প্রতারিত করছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার (২৪ জুন) চট্টগ্রাম বন্দর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরে সম্প্রতি পরিচালকের (প্রশাসন) স্বাক্ষর জাল করে একটি প্রতিষ্ঠানকে এনসিটি ও সিসিটি ইয়ার্ডে সিএফএস অপারেটর হিসেবে কাজ পরিচালনার জন্য ইজারা প্রদানের একটি পত্র ইস্যু করা হয়েছে, যা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। চট্টগ্রাম বন্দর থেকে এ ধরনের কাজের জন্য কোনো পত্র ইস্যু করা হয়নি। চট্টগ্রাম বন্দরের যেকোনো বিভাগ থেকে ইস্যুকৃত পত্র বন্দরের ওয়েবসাইটে দেওয়া হয়।

বন্দর থেকে সকল কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয় এবং গুরুত্বপূর্ণ বিষয়াদি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়। এমতাবস্থায় এ ধরনের অসাধু চক্র কর্তৃক প্রস্তুতকৃত চিঠি যথাযথভাবে যাচাই বাছাই না করে প্রতারক চক্র কর্তৃক প্রতারিত না হওয়ার জন্য সকলকে সতর্ক করা হলো।

আরো পড়ুন: দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দর আমাদের মূল ভরসা : প্রধান উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বন্দরের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে জারীকৃত এ ধরনের বিভ্রান্তিমূলক পত্র/বিজ্ঞপ্তি/নোটিশ/আদেশ/কার্যাদেশ/ইন্টারভিউ কার্ড/যোগদানপত্র ইত্যাদি দেখে প্রতারিত না হয়ে সরাসরি বন্দরের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss