আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। অভিযানে সহায়তা করে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ। তবে মূল অভিযান পরিচালনা করে ঢাকার সিআইডির একটি টিম।
গ্রেপ্তারের সময় তৌহিদ আফ্রিদির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, তিনি বলছেন— ‘আমি শুধু ভয় পাইতেছি, আমার স্ত্রীটা ছয় মাসের প্রেগন্যান্ট।’ ভিডিওতে আরও দেখা যায়, কেউ একজন তাকে জিজ্ঞেস করছেন, বাসাটি কি ভাড়া? উত্তরে তৌহিদ আফ্রিদি বলেন, না, এটি তার দাদার বাড়ি। তার বাবার পরিস্থিতি দেখে দাদার কবর জিয়ারতে এসেছেন বলে জানান তিনি।
ভিডিওতে তিনি পবিত্র কোরআনের কসম কেটে বলেন, তিনি পালানোর চেষ্টা করছেন না। এরপর গাড়িতে তোলার সময় জিজ্ঞেস করেন, ‘আমরা ডিবিতে যাচ্ছি না?’ পাশ থেকে একজন সংশোধন করে বলেন, ‘সিআইডি।’
তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে। মামলাটি করা হয় গত বছরের ১ সেপ্টেম্বর। মামলার বাদী মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি। এতে তৌহিদ আফ্রিদিসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। মামলায় তিনি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।
এ বিষয়ে সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, একই মামলায় গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয় তৌহিদের বাবা, মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীকে। তাকে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ১৮ আগস্ট তাকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরো পড়ুন: বরিশাল থেকে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
সিআইডি জানিয়েছে, বরিশাল থেকে তাকে ঢাকায় এনে আজ আদালতে হাজির করা হবে।
চস/স