কাতারে ফিফা বিশ্বকাপের বর্তমান আসরে এখন পর্যন্ত ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৪টি ম্যাচের ফলাফলই অনুমিত ছিল। ইকুয়েডর, নেদারল্যান্ডস আর ইংল্যান্ড প্রত্যাশিত ভাবেই জয় পেয়েছে। আর অন্যদিকে প্রায় সমানে সমান যুক্তরাষ্ট আর ওয়েলসের ম্যাচ ড্র হয়েছে।
আজ সি আর ডি গ্রুপের ৪টি খেলা আছে। প্রথম খেলায় মুখোমুখি হবে আর্জেন্টিনা আর সৌদি আরব। আলবিসেলেস্তেজদের সহজেই সেই ম্যাচ জেতার কথা।
এরপর মুখোমুখি হবে ডেনমার্ক আর তিউনিসিয়া। এ খেলায় আফ্রিকান প্রতিপক্ষ প্রতিরোধ গড়লেও ডেনমার্কের জয়ের পক্ষেই বাজির পরিমাণ বেশি।
সি গ্রুপের আরেক ম্যাচে রাত ১০টায় খেলবে পোল্যান্ড আর মেক্সিকো। আজ এই ম্যাচটাতেই শেয়ানে শেয়ানে লড়াই হবার কথা। দিনশেষে যারা নার্ভ ধরে রেখে জালে বল জড়াতে পারবে তারাই জিতবে। যদিও পাল্লা লেওয়ানডোস্কিদের দিকেই ভারি।
আরো পড়ুন: বিশ্বকাপ মিশনে আজ মাঠে নামছে আর্জেন্টিনা
দিনের শেষ ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স এবং অস্ট্রেলিয়া। ইনজুরিতে জর্জরিত হলেও ফ্রান্স যথেষ্ট গোছানো দল। দলে অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়ও আশা জাগানিয়া। তাই অস্ট্রেলিয়া যদি জিতেও তবে সেটা আপসেট বলেই গণ্য হবে।
চস/এস