spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বার্সার নতুন সভাপতি জোয়ান লাপোর্তা

বার্সেলোনার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জোয়ান লাপোর্তা। নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সেলোনা ক্লাবের সভাপতি ছিলেন তিনি। পেশায় লাপোর্তা একজন আইনজীবী।

রোববার (৭ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর বার্সা সমর্থকদের মনে এখন প্রশ্ন, লিওনেল মেসিকে নিয়ে লাপোর্তার সিদ্ধান্ত কী হবে? তবে, নির্বাচনে জয়ী হওয়ার পর লাপোর্তা ইঙ্গিত দিয়েছেন যে, মেসি বার্সেলোনাতেই থাকবেন।

জয়ী হওয়ার পর জোয়ান লাপোর্তা তার প্রথম মন্তব্যে বলেছেন, লিওনেল মেসি বার্সেলোনাকে ভালোবাসে। আমরা বড় পরিবার, সেরা খেলোয়াড়কে নিয়েই আমরা বড় ক্লাব।

তিনি আরো বলেন, আমরা চাই আনন্দ ও সুখ ক্লাবে ফিরে আসুক। বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো কিছু করার উপায় হচ্ছে, ক্লাবটিকে ভালোবাসা।

গত অক্টোবরে বার্সেলোনার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন জোসেপ মারিয়া বার্তোমিউ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss