spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মারিও জাগালো আর নেই

ফুটবলার এবং কোচ হিসাবে চার বার বিশ্বকাপ জেতানো ব্রাজিলের কিংবদন্তি মারিয়ো জাগালো ৯২ বছর বয়সে মারা গেছেন।

জাগালোর ইনস্টাগ্রাম পোস্টে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ‘অনেক দুঃখের সঙ্গে আমরা চারবার বিশ্বকাপজয়ী মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুর খবর জানাচ্ছি। ’

১৯৫৮, ১৯৬২ সালে মারিও জাগালো ছিলেন বিশ্বকাপ জেতা ব্রাজিল দলের সদস্য। এরপর ১৯৭০ সালে পেলে, জাইরজিনহোদের নিয়ে বিশ্বকাপ জিতেছিলেন। ১৯৯৪ সালে ছিলেন ব্রাজিলের সহকারী কোচ ছিলেন তিনি। সেই অর্থে তিনি জয় করেছিলেন ৪ বিশ্বকাপ। তিনিই প্রথম খেলোয়াড় এবং কোচ হিসেবে ফুটবল বিশ্বকাপ জেতা ব্যক্তি ছিলেন। যে তালিকায় পরে যুক্ত হয়েছিলেন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং ফ্রান্সের দিদিয়ের দেশম।

আর ২০০২ সালে জাপান-কোরিয়াতে এসেছিলেন দলের বিশেষ পরামর্শক এবং টেকনিক্যাল ডিরেক্টরের অংশ হিসেবে। সেই হিসেবে ব্রাজিলের সব বিশ্বকাপ দলেরই একজন ছিলেন এই কিংবদন্তি জাগালো।

জাগালোর অভিষেক হয় ২৬ বছর বয়সে। তার কিছুদিন পর তো ১৯৫৮ বিশ্বকাপে অংশ নিয়ে দলের গুরুত্বপূর্ণ অংশই হয়ে উঠেন। ব্রাজিলের হয়ে খেলেছেন ৩৭ ম্যাচ। ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে সুইডেনকে ৫-২ গোলে হারানো ম্যাচে একটি গোল করার পাশাপাশি পেলেকে একটি বানিয়েও দিয়েছিলেন তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss