spot_img

১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

৮ গোলের থ্রিলারের পর টাইব্রেকারে কোপা আমেরিকার শিরোপা ব্রাজিলের

৩৯ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার জোড়া গোলের জাদুতে আবারও কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিল নারী ফুটবল দল।

ইকুয়েডরের কুইটোতে শনিবার (২ আগস্ট) রাতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় সেলেসাওরা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৪-৪ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে।

ম্যাচের শুরু থেকেই দুই দল ছিল আক্রমণাত্মক। ২৫তম মিনিটে লিন্ডা কাইসেডোর গোলে এগিয়ে যায় কলম্বিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে অ্যাঞ্জেলিনা গোল করে সমতা ফেরান। এরপর দুই দফায় পিছিয়ে পড়েও ফিরে আসে ব্রাজিল। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে মার্তা ইনজুরি টাইমে গোল করে ব্রাজিলকে বাঁচিয়ে দেন।

অতিরিক্ত সময়েও দুই দল একে অপরকে ছাড় দেয়নি। ১০৫ মিনিটে মার্তা ফের গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন, তবে ১১৫ মিনিটে লেইসি সান্তোসের দুর্দান্ত ফ্রি কিকে আবারও সমতায় ফেরে কলম্বিয়া।

টাইব্রেকারে নাটকীয়তা আরও বাড়ে। অ্যাঞ্জেলিনা ও মার্তা দুজনই শট মিস করলেও ব্রাজিলের গোলরক্ষক লোরেনা লেইসির শট ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত কলম্বিয়ার হোর্লেন কারাবালি শট মিস করলে সাডেন ডেথে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

এই জয়ে নবমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল নারী দল। গত পাঁচ আসরের মধ্যে এটি চতুর্থবার, যখন ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতল সেলেসাওরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss