spot_img

৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্ত

জামিনে মুক্ত হয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

এ সময় তাকে নিতে আসেন ইভ্যালির কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা। কাশিমপুর মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার গুলশান থানার একটি এবং ধানমন্ডি থানার পাঁচটি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী শামীমাকে আদালত সব মামলায় জামিন দেন। তবে রাসেল এখনো কারামুক্ত হননি।

অগ্রিম টাকা নিয়ে ঠিক সময়ে পণ্য না দেওয়ার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর মামলা করেন এক গ্রাহক।

ওই মামলায় একইদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযান শেষে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা করেন গ্রাহকরা। তাদের একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তারা কারাগারে ছিলেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss