চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ওমরগণি এমইএস কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ১১ এপ্রিল (সোমবার) নগরীর ২ নং গেট সংলগ্ন একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজের হিসাবিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বাহার উদ্দিন মুহাম্মদ জুবায়ের এবং অধ্রাপক মোরশেদ হোসাইন।
শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, আজহার মাহমুদ, ঈসমাইল হোসেন, অনিমেষ চৌধুরী, শরিফুল আলম সৌরভ, মো. এরশাদ, ফারজানা আক্তার মিতু, আলিফ মোহাম্মদ সোবাইন, শাহনাজ আক্তার জুই, ইমদাদুল হক মিলন, মো. হাসান, মো. ফাহিম, মোছা. রুবি, মুমতাহিনা মুমু, কানিজ ফাহিমা নিহা, আল আমান, অংকুর চৌধুরী, মো. সজল, মো. শাফিন, মো. জয়নাল, শাহরিয়ার শান্ত, মো. ওমর ফারুক, মো. রাকিক, মো. শুভ। ইফতারের পূর্বে দোয়া এবং মিলাদ অনুষ্ঠিত হয়।