spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চমেকে গৃহবধূর লাশ রেখে পালাল স্বজনরা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শাহনাজ কামরুন নাহার (২৫) নামে এক গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো জানা যায় নি।

নিহত গৃহবধূর স্বামীর নাম প্রিন্স মোহাম্মদ আল ফাহাদ চৌধুরী। তার বাড়ি পটিয়ার শান্তিরহাট এলাকায়। আর গৃহবধূর বাড়ি উপজেলার হাইদগাঁও এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ওই গৃহবধূর লাশ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় গৃহবধূর স্বামীর আত্মীয়স্বজন। এ সময় গৃহবধূর আত্মীয়স্বজন লাশ রেখে যাওয়ার বিষয়টি আমাদের জানায়। এটি শুনে আমরা দ্রুত চমেক হাসপাতালে যায়।

পরে ঘটনাস্থল পরিদর্শনে কসমোপলিটন আবাসিক এলাকার ৫ নম্বর রোডের কাশেম বিল্ডিংয়ের চতুর্থ তলায় (স্বামীর বাসা) যায় পুলিশ। সেখানে বাসা তালাবদ্ধ ছিল। বাসার চাবি দারোয়ানকে দিয়ে পালিয়ে যায় ছেলেপক্ষ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss