spot_img

৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম নগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাসিমা আক্তার (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নাসিমা আক্তার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা।

গতকাল শুক্রবার নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৯।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, নাসিমা আক্তার গত বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম ও বেশ কয়েকটি শারীরিক সমস্যা লেখা হয়েছে। এর আগে গত বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইফফাত নুর তানভীর (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মোট ৩৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৪। এর মধ্যে ৩৭৪ জন শিশু, ৬৬০ জন নারী এবং ১ হাজার ১৫০ জন পুরুষ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss