spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে করোনা রোগী ৩ লাখ ছাড়াল

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫১৯ রোগী শনাক্ত এবং ৫৪ জনের মৃত্যুর তথ্য জানায়।

নতুন আক্রান্তদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে। আর মৃতের সংখ্যা পৌছছে ৪ হাজার ৮২ জনে। আইইডিসিআরের হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ৩ হাজার ৪২৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে।

শনাক্ত রোগীর সংখ্যার বিচারে বাংলাদেশ এখন বিশ্বে পঞ্চদশ অবস্থানে রয়েছে। বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখের কাছাকাছি পৌঁছেছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে আট লাখ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছিল তিন মাস পর গত ১৮ জুন; তার ঠিক এক মাসে (১৮ জুলাই) ২ লাখ রোগী শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর পরের এক লাখ রোগী শনাক্তে নয় দিন বেশি লাগল।

বাংলাদেশে পরিস্থিতির উন্নতি ঘটছে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নমুনা পরীক্ষা কম হওয়ায় রোগীও ধরা পড়ছেন কম।

ফি নির্ধারণসহ নানা কারণে নমুনা পরীক্ষায় মানুষের নিরুৎসহিত হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও স্বীকার করেছেন।

সেই কারণে সম্প্রতি নমুনা পরীক্ষার ফি অর্ধেক কমিয়ে এনে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে সন্দেহ হলেই নমুনা পরীক্ষা করিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্য অধিপ্তরের বুধবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৭০টি। ছয় মাসে সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss