বলিউড ছেড়ে হলিউডে পোক্ত স্থান করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিভিন্ন সিরিজের পাশাপাশি অভিনয় করেছে একাধিক সিনেমায়ও। ফের দিলেন নতুন সিনেমার ঘোষণা।
এই ছবিতে এক ঝাঁক হলিউড তারকার পাশাপাশি প্রিয়াঙ্কাকেও দেখা যাবে। তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি।
প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কার্ল আরবানকে। খবর অনুযায়ী, অনেকদিন পরে হলিউডে জলদস্যুদের নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। আর প্রিয়াঙ্কা এই প্রথম জলদস্যুর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। দেশি গার্ল নিজেও জানিয়েছেন, একটা সময় ছিল, যখন আমরা ভাবতাম, ভালো মানুষ হলে তাকে ঈশ্বর জলদস্যু হওয়ার সুযোগ করে দেন।
এই ছবির খবর প্রকাশ্যে আসতেই প্রিয়াঙ্কার বর নিক জোনাস কী বললেন, সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। স্ত্রীর উদ্দেশ্যে কথা বলার শব্দ নেই তার। তাই তো, ইমোজি দিয়েই কাজ চালালেন। প্রিয়াঙ্কার উদ্দেশ্যে লিখলেন, আগুন!
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা সহজে কিন্তু এই জায়গা পাননি। একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ১০ বছর লেগেছিল তার হলিউডের সিনেমায় সুযোগ পেতে। সহজ কথা নয়। তাকে যদি এত পরিশ্রম করতে হয় তাহলে বাকিদের অবস্থা ঠিক কেমন?
চস/আজহার